ফিলিস্তিন ও গাজা উপত্যকায় আপনি নিজে খুব সহজে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ভাবে আর্থিক সহযোগিতা করতে পারবেন বিকাশ ও নগদ এর মাধ্যমে। Peak Fiction

বর্তমান ২০২৩ সালের ইসরায়েল ও ফিলিস্তান যুদ্ধের কারণে আমাদের মুসলিম ভাই দেশ ফিলিস্তিন এর গাজা উপত্যকা সহ পুরো দেশেই নানা ধরনের সমস্যা রয়েছে। না খেয়ে মারা যাচ্ছে অনেক শিশু। হসপিটাল এ প্রয়োজনীয় কোনো সেবা পাওয়া যাচ্ছে না জিনিস এর অভাবে। এমতাবস্থায় আমাদের সবার উচিত ফিলিস্তিন এর পক্ষে যেভাবে পারি সহযোগিতা করা।
বাংলাদেশ থেকে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতার উপায়। How to send money to Palestine from Bangladesh - Peak Fiction
কিন্তু কিছু নিচ পিশাচ শ্রেনীর মানুষ এই সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন জনগণের কাছ থেকে ফিলিস্তিন এর নামে টাকা তুলে নিজেরে মেরে খাচ্ছে। যার কারণে আপনি টাকা ডোনেট করলেও তা পৌঁছাচ্ছে না ফিলিস্তিন ও গাজায় থাকা ভাই বোনদের কাছে।

অনেক দিন ধরে এইসব নিয়ে কাজ করছে এরকম কোনো বিশ্বস্ত ফাউন্ডেশন ছাড়া অন্য কাওকে টাকা না দেওয়ার অনুরোধ করা হলো। টাকা দিলেও তা অবশ্যই চেক করবেন যে আপনার আর্থিক সাহায্য কি ফিলিস্তিনে পৌঁছেছে কিনা!

আজকের এই পোস্টে আপনারা কিভাবে ফিলিস্তিন এ নির্ভরযোগ্য মাধ্যমে টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করতে পারবেন তা জানাব। এটা সম্পুর্ন নির্ভরযোগ্য মাধ্যম। চলুন শুরু করা যাক।
প্রথম উপায় হচ্ছে ফিলিস্তিন দূতাবাসে গিয়ে টাকা পাঠানো। কিন্তু এটা বেশিরভাগ এর পক্ষেই করা সম্ভব না। কারণ ঢাকার বাইরে থাকেন অনেকে। এর জন্য আপনারা দ্বিতীয় ও তৃতীয় মেথড ফলো করতে পারেন।

বিকাশের মাধ্যমে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতা করা

বাংলাদেশ থেকে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতার উপায়। How to send money to Palestine from Bangladesh - Peak Fiction

বাংলাদেশ থেকে আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমে ফিলিস্তিনে টাকা পাঠাতে পারবেন। বিকাশ একটি বিশ্বত প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রশংসা কুড়িয়েছে অনেক বছর ধরে। বিকাশের মাধ্যমে ফিলিস্তিনে টাকা পাঠাতে চাইলে আপনি নিচের স্টেপ গুলো ফলো করুন - 
  1. প্রথমে, নিজের বিকাশ একাউন্ট এ লগ ইন করুন। নিজের বিকাশ না থাকলে আপনি চাইলে আপনার বাবা মা বা দোকান থেকেও এটা করতে পারেন।
  2. লগ ইন করার পর নিচের দেওয়া ছবির মত দেখবেন যে, "ডোনেশন" নামে একটি অপশন আসে। সেখানে ক্লিক করুন।
  3. ডোনেশন এ আসার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে, "ফিলিস্তিন দূতাবাস ঢাকা" নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
  4. এরপর আপনার কাছে একটি ফরম এর মত আসবে। সেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ও টাকার পরিমাণ দিয়ে সাবমিট করে দিন।
বাংলাদেশ থেকে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতার উপায়। How to send money to Palestine from Bangladesh - Peak Fiction

এভাবেই বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে যাবে ফিলিস্তিন দূতাবাস এ এবং সেখান থেকে চলে যাবে গাজা ও ফিলিস্তিন এর মানুষের কাছে।

নগদ এর মাধ্যমে ফিলিস্তিন এ আর্থিক সহযোগিতা করা

বাংলাদেশ থেকে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতার উপায়। How to send money to Palestine from Bangladesh - Peak Fiction

আপনার যদি বিকাশ না থাকে তাহলে আপনি নগদ এর মাধ্যমেও ফিলিস্তিন এর মানুষের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। এর জন্য আপনাকে
  1. আগের মত আপনার নগদ একাউন্ট এ লগ ইন করতে হবে।
  2. এরপর সেখানে একদম নিচে স্ক্রল করলে দেখতে পারবেন "ডোনেশন" নামের অপশন রয়েছে।
  3. সেখানে ক্লিক করে উপরে সার্চ বার থেকে "Palestine" নাম সার্চ করলেই আপনার সামনে Embassy of the State of Palestine এর নাম চলে আসবে। 
  4. সেখান থেকে আপনি এম্বেসিতে টাকা পাঠিয়ে দিন।
বাংলাদেশ থেকে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতার উপায়। How to send money to Palestine from Bangladesh - Peak Fiction

এইভাবেই আপনি খুব সহজে বাংলাদেশ থেকে ফিলিস্তিন এ নির্যাতিত মানুষের পাশে আর্থিক অনুদান দিয়ে পাশে থাকতে পারবেন।

কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।