ডিসি কমিক্সের অন্যতম জনপ্রিয় সুপারভিলেন জোকার। Who is the best Joker? batman comic, dc comic Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction,

#Supervillain_origin
#Joker

লিখেছেন - রাফিউল বারি 

"Why so serious?" - JOKER

ছদ্মনাম জোকার
নাগরিকত্ব আমেরিকান
উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি
ওজন ৭৩ কেজি
চোখ সবুজ
চুল সবুজ
গায়ের রং সাদা
ডিসি কমিক্সের অন্যতম জনপ্রিয় সুপারভিলেন জোকারের প্রথম কমিক্স বুক অভিষেক ঘটে ১৯৪০ সালের এপ্রিল মাসে ব্যাটম্যান কমিক্সের প্রথম ইস্যুতে । এই চরিত্রটি মূলত অনুপ্রাণিত হয় ১৮৬৯ সালে প্রকাশিত ভিক্টর হুগোর উপন্যাস দ্য ম্যান হু লাফস অবলম্বনে তৈরি সিনেমার কেন্দ্রীয় চরিত্র Gwynplaine থেকে। এ চরিত্রে অভিনয় করা কনরাড ভেইট এর মুখের আদল থেকেই জোকারের মুখের আদল তৈরি করা হয়। জোকারের স্রষ্টা হিসেবে যাদের নাম আসে তারা হলেন বিল ফিংগার, বব কেইন ও জেরি রবিনসন। বব আর জেরি ডিজাইন করেছেন, বিল লিখেছেন। তবে এ নিয়ে বেশ বিতর্ক রয়েছে। বব এবং রবিনসন দুজনেই জোকারের ডিজাইন নিয়ে নিজ নিজ কৃতিত্ব দাবি করেন। তবে দুজনেই লেখার পিছনে ফিঙ্গারের অবদানের কথা স্বীকার করেন।

অরিজিন:

Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction
সত্যি বলতে জোকারের কোন অরিজিন ডিসি কখনো রিভিল করেনি। তাই তার অরিজিন সবারই অজানা। তার সম্পর্কে অনেক ধরনের অরিজিনের প্রচলন আছে। এ সম্পর্কে জোকার নিজেই বলেছে,

“Sometimes I remember it one way, sometimes another… if I’m going to have a past, I prefer it to be multiple choice!”

সবচেয়ে প্রচলিত যে অরিজিন রয়েছে তা এরকম, তিনি একটি বড় কেমিকেল প্ল্যান্টের ইঞ্জিনিয়ার ছিলেন। তার স্বপ্ন ছিল তিনি একজন বড় কমেডিয়ান হবেন। তাই তিনি এই কাজ ছেড়ে দেন। কিন্তু তিনি কমেডিয়ান ক্যারিয়ারে ব্যার্থ হন। তার ঘরে নেমে আসে দুর্যোগ। তিনি অর্থসংকটে পতিত হন। তার ঘরের সন্তানসম্ভবা স্ত্রীর ভরণপোষণে তিনি ব্যার্থ হন।

তাই তিনি অর্থের জন্য ডাকাতির সিদ্ধান্ত নেন। তার পূর্বের কর্মক্ষেত্র সেই কেমিকেল প্ল্যান্টেই তিনি এ ডাকাতির সিদ্ধান্ত নেন। তিনি রেড হুড ছদ্মবেশ গ্রহণ করেন। তিনি কয়েকজন সঙ্গী নিয়ে এ ডাকাতির প্ল্যান করেন। ডাকাতি করতে রওয়ানা হওয়ার পর তার কাছে একটি ফোন আসে, সেখানে তিনি জানতে পারেন তার সন্তানসম্ভবা স্ত্রীর মৃত্যুর খবর। এতে তিনি মুষড়ে পড়েন। তিনি ফিরে যেতে চান, কিন্তু এ কাজে তিনি ফেঁসে গেছেন। চাইলেও আর ফিরে যাওয়ার পথ খোলা নেই। তাই তিনি এ ডাকাতি সম্পূর্ণ করতে রওয়ানা হন।

Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction
কেমিক্যাল ড্রামে পড়ে যায় জোকার
কিন্তু তাদের ডাকাতির খবর প্ল্যান্টের গার্ডেরা আগেই জেনে যায়। তারা লোকবল নিয়ে প্রস্তুত থাকে। যেই জোকার ও তার দলবল সেখানে উপস্থিত হন, তাদের মধ্যে বন্দুকযুদ্ধ লেগে যায়। এতে জোকারের সঙ্গিরা নিহত হয়। জোকার পালিয়ে যেতে উদ্দ্যত হন। হঠাত তিনি তার সামনে ব্যাটম্যানকে দেখতে পান। ব্যাটম্যানের হাত থেকে বাঁচতে তিনি একটি কেমিকেল ড্রামে ঝাঁপ দেন। এতে তার চামড়ায় অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। তার চামড়া সাদা হয়ে যায়, তার চুল হয়ে যায় সবুজ। পূর্বের মানসিক আঘাত আর এ কেমিকেল এর ফলে তার স্নায়বিক বিপর্যয় ঘটে। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এভাবেই জন্ম হয় জোকারের।

পাওয়ার ও অ্যাবিলিটি:

জোকারের কোন অতিমানবিক ক্ষমতা নেই। তিনি একজন ক্রিমিনাল মাস্টারমাইন্ড। তার স্নায়বিক বৈকল্য তাকে ভয় প্রতিরোধী করে তুলেছে। তিনি কোন কিছুকেই ভয় পান না। তিনি একজন দক্ষ রসায়নবিদ। তার তৈরি জোকার ভেনম যে কাউকে পাগল করে দিতে পারে এমনকি মেরেও ফেলতে পারে।

তার ক্ষমতাগুলি হলো :

  1. Criminal mastermind
  2. Expert chemist
  3. Utilizes weaponized
  4. Props and toxins

ফ্যাক্টস:

Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction

  • ফ্যাক্টস ১:

অনেকেরই ধারণা, জেরি রবিনসন একদিন তাস খেলছিলেন। তখন হঠাৎ করেই জোকারের তাস দেখে তার এই চরিত্রের কথা মাথায় আসে। যদিও এ কাহিনী সত্য নয়।

  • ফ্যাক্টস ২:

জোকারকে তার প্রথম কমিকস বুক অভিষেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। ভাগ্যক্রমে দায়িত্বরত চিফ ইডিটর এ চরিত্রটির মধ্যে ভবিষ্যত সম্ভাবনা খুঁজে পান এবং তাই তিনি এ চরিত্রটিকে মেরে ফেলার সিদ্ধান্ত বাতিল করে দেন।

  • ফ্যাক্টস ৩:

জোকারের দাবি অনুসারে সে ব্যাটমানের প্রকৃত পরিচয় সম্পর্কে ওয়াকিবহল।

  • ফ্যাক্টস ৪:

জোকারের প্রথম সাইডকিক ছিল Gagsworth নামের একজন ক্লাউন। তার অনেক বছর পর সাইডকিক হিসেবে Harley Quinn এর অভিষেক ঘটে।

  • ফ্যাক্টস ৫:

জোকার একজন ক্রিমিনাল হলেও সে নাৎসিদের পছন্দ করে না। তার ভাষ্যমতে,

“I may be a criminal lunatic, but I’m an American criminal lunatic!”

  • ফ্যাক্টস ৬:

ব্যাটমান একবার Mobius Chairকে জিজ্ঞেস করেন জোকারের আসল পরিচয় সম্পর্কে। উত্তরে Mobius Chair যা বলে,তা পাঠকদের কাছে গোপন রাখা হয়।তবে উত্তর শুনে ব্যাটমান বলে ওঠে, “No. That’s not possible.”। কি ছিল সেই উত্তর? পরবর্তীতে একটি ইস্যুতে প্রকাশিত হয় , Mobius chair আসলে ব্যাটমানকে বলেছিল যে, জোকার আসলে একজন নয়, তিনজন !!!

  • ফ্যাক্টস ৭:

স্কেয়ারক্রো এর ফিয়ার টক্সিন জোকারের উপর কোন প্রভাব ফেলতে পারে না।

  • ফ্যাক্টস ৮:

অনেকেই মনে করেন, জোকারের আসল নাম জ্যাক নেপিয়ার। মূলত ১৯৮৯ সালের জ্যাক নিকোলসনের ব্যাটম্যান সিনেমা থেকেই সবার এই ধারণা হয়েছে। আসলে কিন্তু জোকারের প্রকৃত নাম কী, সেটা কখনোই কমিক্সে স্পষ্ট করে বলা হয়নি।

  • ফ্যাক্টস ৯:
১৯৬৪ সালে পর কমিক্সে অনেকদিন জোকারের কোনো আবির্ভাব ছিল না। প্রায় এক দশক অন্তর্ধানে থাকার পর ১৯৭৩ সালে জোকারকে আবার দেখা যায় কমিক্সে ।জোকারের এই অন্তর্ধান-পুনরুত্থানের ফাঁকে জোকার চরিত্রের আমূল পরিবর্তন ঘটে যায়। অন্তর্ধানের আগে জোকার ছিল নিতান্তই এক পার্শ্ব ভিলেন।খুনখারাপির চেয়ে তার বেশি আগ্রহ ছিল শিল্পকর্ম আর মণিরত্নের প্রতি।আর অন্তর্ধানের পরে তার পুনরুত্থান ঘটে এক পাগলাটে, ঠাণ্ডা মাথার খুনে হিসেবে।  এলিয়েন এক্স এর অরিজিন 
  • ফ্যাক্টস ১০:

Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction, Cesar Romero, Jack Nicholson, Heath Ledger ও Jared Leto Joaquin Phoenix

এ পর্যন্ত পাঁচজনকে জোকারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে, তারা হলেন Cesar Romero, Jack Nicholson, Heath Ledger, Jared Leto ও Joaquin Phoenix. এছাড়া বেশিরভাগ অ্যানিমেটেড সিরিজে জোকারের কন্ঠস্বর দিয়েছেন Luke Skywalker হিসেবে খ্যাত Mark Hamill.

  • ফ্যাক্টস ১১:

সুইসাইড স্কোয়াডে জোকার চরিত্রে প্রথম চয়েস ছিলেন Ryan Gosling। তিনি এ ব্যাপারে না করে দেন, এরপর jared leto কে এ চরিত্রে নেওয়া হয়।

  • ফ্যাক্টস ১২:

জোকার চরিত্রের জন্য লিটারেলি প্রাণ দিতে হয়েছে Heath ledger কে। তিনি নিজে রিপোর্টারদের জানান যে,এই চরিত্রটি সহানুভূতিশূন্যভাবে প্লে করার জন্য তিনি দৈনিক মাত্র দুঘণ্টা ঘুমাতেন, প্রেস্ক্রাইপড করা ওষুধও কাজে আসেনি বলে তিনি বিভিন্ন ডাক্তারের পরামর্শে একসাথে বিভিন্ন ঔষধ সেবন করতেন। ঔষধ খেয়েও তার অনিদ্রা দূর হচ্ছিল না, তিনি সবসময় শুধু জোকারের কথা চিন্তা করতেন। এভাবে চলতে থাকায়, একদিন তাকে মৃত অবস্থায় তার রুমে পাওয়া যায়। ধারণা করা হয় তিনি যে বিভিন্ন ডাক্তারের পরামর্শে একসাথে বিভিন্ন ঔষধ সেবন করতেন, তার ফলে ড্রাগ ওভারডোজে অকালমৃত্যু ঘটে হিথের। হিথের মৃত্যু হয় ‘দ্য ডার্ক নাইট’ মুভি রিলিজ পাওয়ার প্রায় ৬ মাস পূর্বে।

  • ফ্যাক্টস ১৩:

জোকার চরিত্রটির মেক-আপ, জোকারের জিহবার ভঙ্গিমা, হিথের নিজের তৈরি। নোলান নিজেই হিথকে কিছু ভিডিও শুট এবং তা পরিচালনার অনুমতি দেন। মুভিতে জোকারের যেসব নিজস্ব ভিডিও ছিল, যেগুলো নিউজ চ্যানেলে প্রচার করা হয়, সেই ভিডিওগুলো হিথ নিজে পরিচালনা করেছিলেন।

  • ফ্যাক্টস ১৪:

Heath ledger এর জোকারই প্রথম একটি কমিক বুক চরিত্র যা অস্কার পায়। এবং এই অভিনয়ের জন্য তিনি ৩২টি পুরষ্কার পান।

  • ফ্যাক্টস ১৫:

২০০৬ সালে ‘Wizard Magazine’ জোকারকে সর্বকালের সেরা ভিলেন বলে আখ্যায়িত করে।

  • ফ্যাক্টস ১৬:

IGN অনুসারে দ্বিতীয় সেরা কমিকবুক ভিলেন এ জোকার।

জোকারের সেরা ডায়ালগ:

Joker origin in Bangla | The Batman | DC | Peak Fiction

শেষ করার আগে আমার প্রিয় কয়েকটি ডায়লগ বলে লেখাটি শেষ করছি :

Smile, because it confuses people. Smile, because it’s easier than explaining what is killing you inside.

As you know, madness is like gravity…all it takes is a little push.

I don’t wanna kill you, what would I do without you? Go back to rippin’ off mob dealers… no, no, no… no you, you complete me!!

"Don't talk like you're one of them! You're not ... even if you'd like to be. To them you're just a freak, like me. They need you right now, but when they don't, they'll cast you out. Like a leper. See, their morals, their "code"... it's a bad joke, dropped at the first sign of trouble. They're only as good as the world allows them to be. I'll show you. When the chips are down, these uh, these "civilized people" - they'll eat each other."

তথ্যসূত্র : Wikipedia, comic vine, screenrant, ,risingbd, bioscopblog