এলিয়েন এক্স! বেনের এপর্যন্ত দেখানো সবচেয়ে শক্তিশালী রূপ। Power and Feats of Alien X in Bangla | Ben 10 | Peak Fiction

এলিয়েন এক্স! বেনের এপর্যন্ত দেখানো সবচেয়ে শক্তিশালী রূপ, এটা আমরা সবাই জানি। কিন্তু এই রূপের শক্তি নিয়ে অনেকেরই অনেক দ্বিমত আছে। অনেক বছর ধরেই আমি এটা নিয়ে গ্যাঞ্জ্যাম করছি। অনেকে বলে এলিয়েন এক্স মাল্টিভার্সাল, অনেকে বলে ইউনিভার্সাল, কেউ কেউ আবার গ্যালাক্টিক/প্লানেটারি লেভেলে নামিয়ে দেয়, আবার কেউ কেউ আউটারভার্সাল/অমনিভার্সাল লেভেলে উঠিয়ে দেয়। এসবের কারণ হলো বেনটেন সম্পর্কে অল্প জ্ঞান, রাইটারদের আবোল তাবোল স্টেটমেন্ট ও কুকুরের পেটে ঘি হজম না হওয়ার প্রাকৃতিক কারণ। তাই আজকে এলিয়েন এক্সের শক্তি নিয়ে একটু বিস্তারিত জানা যাক।

লিখেছেন - নাজমুল আহসান রোহান

Power and Feats of Alien X in Bangla | Ben 10 | Peak Fiction

এলিয়েন এক্স এর ফিটস:

প্রথমে জানা যাক শোতে এপর্যন্ত এলিয়েন এক্সের যে যে শক্তি দেখানো হয়েছে সেগুলো সম্পর্কে। এখানে আমি শো এর ফীট ও শোতে দেওয়া ক্যারেক্টারদের স্টেটমেন্ট ধরছি।

  • টাইম রিভার্সিং (এক্স=বেন+২)
  • পর্টাল ক্রিয়েটিং
  • পর্টাল ডাইরেকশন চেঞ্জিং (ভিল্গ্যাক্স অ্যাটাক্স)
  • ফ্লাইট (ফর্জ অফ ক্রিয়েশন)
  • চোখের পলক ফেলেই কাউকে ধ্বংস করা।
  • টেলিকাইনেসিস (ওয়েপন XI পার্ট ২)
  • মাইন্ড কন্ট্রল
  • টেলিপোর্টেশন (ইউনিভার্স ভার্সেস টেনিসন)
  • শেপশিফটিং
  • সুপার স্পীড ও এক্সেলেরেশন
  • সাইজ অল্টারেশন
  • রিজেনারেশন
  • সেলফ ক্লোন্স ক্রিয়েটিং
  • হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট

মহাকর্ষিক ফিট গুলোর মধ্যে রয়েছে:

প্লানেটারি ফীট: গডলাইক স্ট্রেন্থ। গ্যালাক্টিক গ্লাডিএটরের সাথে এলিয়েন এক্সের ফাইটে গ্রহ-উপগ্রহ ধ্বংস হয়ে যাচ্ছিল।
গ্যালাক্টিক ফীট: ব্লাকহোল ক্রিয়েটিং। গ্যালাক্টিক গ্লাডিএটর নিজের আকার কোনো গ্রহ/উপগ্রহের থেকে শতগুণ বাড়ায়। এরপর এলিয়েন এক্স একটি সেলেস্টিয়াল ব্লাকহোল তৈরী করে যেটার গ্যালাক্টিক গ্লাডিএটরকে শুষে নেয়।
ইউনিভার্সাল ফীট: ইউনিভার্স ক্রিয়েটিং (সো লং অ্যান্ড অল থ্যাংক্স টু দ্যা স্মুদিস) 
ইউনিভার্সাল+/মাল্টি-ইউনিভার্সাল ফীট: অ্যানিহিলার্গ থেকে সম্পূর্ণ অক্ষত ডিউরেবিলিটি।
মাল্টিভার্সাল ফীট: অরিজিনাল, এলিয়েন ফোর্স, অম্নিভার্স সিরিজগুলাতে আর্টস্টাইল, ভয়েস, অ্যাপেয়ারেন্স, অ্যানিমশন চেঞ্জ করা। এই পরিবর্তন প্রায় সব ইউনিভার্স ও টাইমলাইনে হয়। এমনকি অতীতের ফ্লাশব্যাক ও ভবিষ্যতের পসিবিলিটিতে এর প্রভাব পড়ে। (স্টেটমেন্ট - ইউনিভার্স ভার্সেস টেনিসন)
লো কমপ্লেক্স মাল্টিভার্স ফীট: কন্টিমিলিয়া ফোর্স ফিল্ড কাটা। এটি এমন একটি ফোর্স ফিল্ড যেটি ধ্বংস করা পঞ্চমাত্রিক গড কন্টিমিলিয়াদের কাছেও অসম্ভব ছিল। কিন্তু এলিয়েন এক্সের ডিএনএর এক্টি ফ্রাকশন, সেলেস্টিয়াল সোয়ার্ড দিয়ে এটি কাগজের মত কেটে দেয়। এরপর কন্টিমিলিয়ারা বলে "ইন্টারেস্টিং"। (এ নিউ ডন)

আমি এ পর্যন্ত এসেই থেমে যাই। কিন্তু আপনি যদি রাইটার স্টেটমেন্টগুলা ধরেন তাহলে এলিয়েন এক্সকে হাইপারভার্সাল, আউটারভার্সাল বলতে পারেন। কিন্তু আমি রাইটার স্টেটমেন্ট ধরিনা। কারণ রাইটাররা যেসব স্টেটমেন্ট দেয় সেগুলোর বেশিরভাগই অসম্ভব ও ভুল প্রমাণিত।

Power and Feats of Alien X in Bangla | Ben 10 | Peak Fiction

এলিয়েন এক্সের বিষয়ে আরো ২টি জিনিস জানা দরকারি।

১) "ফর্জ অফ ক্রিয়েশন" পর্বে অ্যাজমাথ, গ্যালাক্সির সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলেছিল, "Alien X can do anything." যার জন্য এলিয়েন এক্সকে নাই অমনিপোটেন্ট বলা যায়।

২) ইউনিভার্স ধ্বংস হয়ে যাওয়ার পরেই এলিয়ন এক্স প্রায় হুবহু একটি ইউনিভার্স তৈরী করে দেয়। এথেকে এলিয়েন এক্সকে নেয়ার অম্নিসাইন্স বলা যায়।

এলিয়েন এক্স সম্পর্কে আমি আমার মতবাদ দিলাম। এখন এটা আপনার সিদ্ধান্ত আপনি কোনটা মানবেন আর কোনটা মানবেননা। আমি শুধু এইটুকুই বলতে পারি।