সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, slice of life anime, anime suggestions 2024, top anime series

সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction

এনিমের জগতে আমাকে মোটামুটি নুব বলতে পারেন। হাতে গোনা অল্প কিছু এনিমে দেখেছি আমি। এর মধ্যে আমার প্রিয় পাঁচটি Slice of life জনরার এনিমের সংক্ষিপ্ত রিভিউ নিয়ে এলাম আপনাদের জন্য। এই এনিমেগুলো একদম রিলাক্সে বসে উপভোগ করতে পারবেন।

Top 5 slice of life anime:

  • K-On

সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series

চার হাইস্কুল পড়ুয়া মেয়ের লাইট মিউজিক ক্লাবকে বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সেই ক্লাবে যোগ দেয়া এবং গান গাওয়ার প্র্যাক্টিস করার পাশাপাশি মজার সব কান্ড করার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। গল্পটা শুনতে খুব একটা ইন্টারেস্টিং মনে না হলেও আদতে খুবই ভালো একটা এনিমে এটা। বন্ধুত্ব, মিউজিক, দুষ্টুমি, খুনসুটিতে ভরপুর এই এনিমে দেখার সময় আপনার মুখে হাসি লেগেই থাকবে গ্যারান্টি। বিশেষ করে এনিমেতে থাকা গানগুলো খুবই উপভোগ্য।

Total Season: 2 Season and 1 movie

  • Silver Spoon
সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series , silver spoon anime

অভিভাবক, আশেপাশের মানুষদের এক্সপেকটেশন পুরনে ব্যর্থ এক ছেলের নিজেকে খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়েছে এই এনিমের কাহিনি। এই এনিমেতে কৃষি কাজের গুরুত্বপূর্ণ দিক, নিষ্ঠুরতম বাস্তবতা, হিউম্যান ইমোশনের অনেক গভীরে দর্শকদের নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আমার ধারণা। গবাদিপশুরা চাইলেই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনা, তবে গবাদিপশুদের যারা লালনপালন করে সেই মানুষরা চেষ্টা করলেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই এনিমে দেখতে দেখতে মানুষের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখা যায়।

Total Season: 2 season

  • Non Non Biyori

সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series , Non Non Biyori anime

Asahigaoka গ্রামে একটাই স্কুল আর সেই স্কুলে মাত্র একটাই ক্লাসরুম। সেই এক ক্লাসরুমেই একসাথে সে গ্রামের পাঁচ শ্রেণীর পাঁচ ছাত্র ছাত্রী ক্লাস করে। সবাই একে অপরের খুবই ভালো বন্ধু। এই এনিমেতে নির্দিষ্ট কোনো গল্প নেই। তবুও এই এনিমে দেখতে বসে আমার কেন যেন আর অন্য কোনো SOL এনিমে দেখতে ইচ্ছে করেনি কয়েকদিন। দারুন আর্টওয়ার্কের মাধ্যমে সবুজ শ্যামল গ্রাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখলেই মনের ভেতর এক প্রশান্তির বাতাস বয়ে যায়।

Total Season: 2 Season and 1 movie

  • Miss Kobayashi's Dragon Maid

সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series , Miss Kobayashi's Dragon Maid

রাতে মাতাল অবস্থায় এক মৃত্যু পথযাত্রী ড্রাগনকে বাঁচায় Kobayashi. সকালে ঘুম থেকে দেরীতে উঠে তাড়াহুড়ো করে বেরোতি গিয়ে দেখে তার দরজায় ফ্যান্টাসি জগতের Tohru নামের এক বিশাল সবুজ ড্রাগন দাঁড়িয়ে আছে। এই ড্রাগন ইচ্ছে করলেই মানুষের রূপ ধারণ করতে পারে। গল্পের শুরু এখান থেকেই। পরে আরো অনেক চরিত্রে যোগ হতে থাকে। এই এনিমের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট Kanna Kamui নামের এক কিউট ড্রাগন। তাছাড়া অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারে ভরপুর এই এনিমে দেখে একটুও বোর হওয়ার সুযোগ নেই। 

Total Season: 2 Season

  • The Aquatope on white sand

সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series , সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে সিরিজ | Top 5 Slice of life anime series | Peak Fiction, K on anime, slice of life anime,  anime suggestions, anime top series , The Aquatope on white sand

২০২১ সালে রিলিজ হওয়া এই এনিমে কিছুদিন আগেই দেখে শেষ করেছি। গল্প গড়ে উঠেছে একুরিয়ামে থাকা সামুদ্রিক প্রাণীদের ঘিরে। একুরিয়াম দেখতে যতটা সুন্দর এই একুরিয়াম পরিচালনার পেছনের দৃশ্য ঠিক ততটাই অন্ধকারাচ্ছন্ন। সামুদ্রিক প্রাণীদের সঠিক যত্ন, তাদের জন্য ভালোবাসা ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে এসেছে এই এনিমের গল্পের মধ্যে। এই এনিমে আমার কাছে ধারুণ লেগেছে। সমুদ্র নিয়ে বেশ কয়েকটা এনিমে দেখা হলেও এটার কনসেপ্ট একদমই ইউনিক মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে একুরিয়ামের সাথে কত মানুষের আবেগ জড়িত সেটা এই এনিমে দেখেই বুঝতে পেরেছে।

Total Season: 1 season

সম্পূর্ণ রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ। রিভিউ লেখায় আমি খুবই কাঁচা। ভুলত্রুটি হলে ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো, পরবর্তীতে শুধরে নেয়ার চেষ্টা করবো। রিভিউ কেমন লাগলো জানালে ভবিষ্যতে আরো রিভিউ লেখার উৎসাহ পাবো।

লিখেছেন - আবির রায়হান অভ্র

Happy watching. Stay with Peak Fiction for more Anime Reviews.