Peak Fiction is a website where we talk about Anime, Manga, Comics, Blogger, Films, Superhero, Marvel, DC, Tutorial, Tech, News and more pop culture.

Verdona Origin and powers #Ben10

Verdona origin and powers in Bangla | Ben 10 | Peak Fiction

অরিজিন:

ভারডুনা হল বেনের দাদি। তিনি একজন অ্যানোডাইট ও তার বাসস্থান গ্রহ অ্যানোডাইন। অনেক আগে সে পৃথিবীতে আসে ও বেনের দাদু ম্যাক্সের সাথে তার দেখা হয়। ম্যাক্সের বয়স তখন ১৮ বছর ছিলো। ম্যাক্স ভারডুনাকে রোবোট এলিয়েনের হাত থেকে বাচায়। ভারডুনা ম্যাক্সকে অ্যানোডাইনে আসতে বলে কিন্তু ম্যাক্স আসেনা। তারপর ভারডুনা নিজের গ্রহে চলে যায়। পরে ভারডুনা আবার ফেরত আসে ও ম্যাক্সকে বিয়ে করে। এরপর তাদের ২জন সন্তান হয়। একজন কার্ল (বেনের বাবা) ও অন্যজন ফ্রাংক (গুয়েন ও কেনের বাবা)। ২জনেই অর্ধেক অ্যানোডাইট ছিল, কিন্তু তাদের কোনো অ্যানোডাইট শক্তি ছিলনা। সন্তানরা বাড়ির বাইরে বের হলে ভারডুনা আবার অ্যানোডাইনে চলে যায়। ভারডুনা যেহেতু বেন, গুয়েন ও কেনের দাদি ছিলো সেইজন্য তারা ¼ অ্যানোডাইট ছিল। কিন্তু শুধু গুয়েনের মধ্যেই অ্যানোডাইট শক্তি ফুটে উঠেছিলো। এলিয়েন ফোর্সে ভারডুনা আসে ও গুয়েনের অ্যানোডাইট শক্তি দেখে সে তাকে অ্যানোডাইনে নিয়ে গিয়ে একজন পূর্ণ অ্যানোডাইট বানাতে চেয়েছিলো। কিন্তু গুয়েন যেতে চায়না। ফলে ভারডুনা চলে যায়।

শক্তি ও ক্ষমতা:

Verdona origin and powers in Bangla | Ben 10 | Peak Fiction

একজন প্রাপ্তবয়স্ক অ্যানোডাইট হিসেবে ভারডুনার অনেক শক্তি আছে। যেমন:

  • ম্যানা ম্যানুপ্লেশন। (ম্যানা প্রত্যেক জীবন্ত বস্তুর মধ্যে থাকা এক ম্যাজিক টাইপের এনার্জি। এটি ম্যানুপ্লেট করে অ্যানার্জি বীম, শিল্ড, ওয়াল তৈরী করা যায়।)
  • ম্যানা আবজর্বেশন। ( অ্যানোডাইটরা আশেপাশের জীবন্ত বস্তু থেকে যত ম্যানা আবজর্ব করে তত শক্তিশালী হয়ে ওঠে।)
  • সুপারহিউম্যান স্ট্রেন্থ
  • স্টামিনা ও ডিউরেবিলিটি।
  • ফ্লাইট
  • টেলিপোর্টেশন
  • টেলিপ্যাথী
  • অ্যানোডাইট চুল যা বড় করে দড়ির মত করে ব্যবহার করা যায়।
  • মাইন্ড লিংক
  • সীমিত রিয়্যালিটি ওয়ার্পিং
  • অবজেক্ট ক্রিয়েশন
  • বডি ক্রিয়েশন
  • অবজেক্ট রিপ্যারাশন
  • ইনভিসিবিলিটি
  • ম্যাজিকাল অ্যাবিলিটিস
লিখেছেন: নাজমুল আহসান রোহান
আরো পড়তে পারেন: