Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction. Strength of black adam. Who is black adam. How powerful is black adam? Dc comic

গত পোস্টে আমরা ব্ল্যাক এডাম এর প্রী ক্রাইসিস আর নিউ ৫২ এর অরিজিন সম্পর্কে জেনেছি। এবার আলোচনা করা যাক ব্ল্যাক এডামের ক্ষমতার কিছু উল্লেখযোগ্য নিদর্শন বা ফিটজ (Feats/featz) নিয়ে যার ওর ক্ষমতার মাপকাঠি সম্বন্ধে ধারণা পরিষ্কার করবে।

Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction

Feats and Powers of Black Adam

Strength of Black Adam

  • ক্যাপ্টেন মার্ভেল ওরফে শাজামের হাতই একবার গুড়িয়ে দেয় (ভাই আর যাইহোক একটা বাচ্চাই তো? একটু রহম কর?)
  • সবচেয়ে সেরা গ্রিন ল্যান্টার্নদের একজন Kyle Rayner এর কনস্ট্রাক্ট ভেঙে মুক্ত হতে সমর্থ হয়।
  • Orion যে কিনা ডার্কসাইডের ঔরসজাত হাইফাদারের পালক পূত্র সেই সাথে তাদেরই মত একজন নিউ গড তার সাথে প্রায় সমানে সমানে টক্কর নেয়।
  • এটম স্ম্যাশারকে ওভারপাওয়ার করে দেয় (উল্লেখ্য এটম স্ম্যাশারও ব্ল্যাক এডাম মুভিতে উপস্থিত থাকবে)।
  • এক তালিতে বিশাল সনিক ওয়েইভ তৈরি হয় যাকে সনিক ক্ল্যাপও বলা চলে (হাততালি হবে ওস্তাদের জন্য)।
  • Spectre যে কিনা ডিসি কমিকের অমনিপোটেন্ট The Presence এর Vengeance বা প্রতিহিংসার শারীরিক রুপ কিংবা অবতার তাকে ভেদ করে উড়ে চলে যায় একবার।
  • সুপারম্যানের আঘাতের জবাবে তাকে পাল্টা আঘাত করে তাকে মাটিতে ফেলে।
  • যেই উল্কাপিন্ডের আঘাতের ফলে ডায়নোসরের বিলুপ্তি ঘটে তার থেকেও জোড়ালো আঘাত হানে (এইবার কোন প্রজাতি বিলুপ্ত হইল?)।
  • একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে একদম সাধারণভাবেই শুন্যে লুফে দেয়।
    Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction
  • নিজের ক্ষমতা হারানোর পরেও সাধারণ মানুষ হিসেবে এক ইয়েতির সাথে লড়াইয়ে ওটাকে নিকেশ করে (প্রাণীসম্পদ অধিদপ্তরে মামলা দিমু একটা বিলুপ্তপ্রায় প্রজাতির জীবন হরণের জন্য)।
  • কিছুটা দূর্বল অবস্থায়ও হকম্যানকে হারাতে সমর্থ হয় একবার।
  • পাওয়ার গার্ল যে কিনা সুপারম্যানের অন্য ইউনিভার্সের কাজিন তাকে নিজের সনিক ক্ল্যাপেই ওয়ান শট করে (দেখো মামুনি এইবার নারী নির্যাতন মামলায় ফাঁসায়া কিছু করতে পারো কিনা)।
  • Billy Batson ওরফে শাজাম জাদুকর শাজামের স্থলে উপনীত হওয়ার পরেও ওকে হারাতে সক্ষম হয় এডাম।
  • Death তথা মৃত্যুর এক শারীরিক অবতারকে হারাতে সক্ষম হয় এমনকি সেই সময় লাখো মানুষের মৃত্যুর ফলে প্রাপ্ত ক্ষমতার দ্বারা ডেথ এর ক্ষমতা আরো বৃদ্ধি বা amped (amplified) থাকা সত্ত্বেও।
  • একবার এডাম এটম স্ম্যাশারকে মারতে যাওয়ার সময় ক্যাপ্টেন মার্ভেল বা শাজাম ওকে ধরে রাখার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়।
  • Amazo নামক এন্ড্রয়েড যে কিনা প্রায় যেকোনো সুপারহিউম্যানের ক্ষমতা কপি করতে পারে এবং মাঝেমধ্যেই সুপারম্যান, ওয়ান্ডার ওমেন, ফ্ল্যাশ, গ্রিন ল্যান্টার্ণ ইত্যাদি ইত্যাদি সহ জাস্টিস লিগ এবং অন্যান্য সুপারহিরো টিমের সাথে লাগে যার তার মাথা একবার ছিড়ে ফেলে এডাম।

Speed of Black Adam:

Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction

  • Jay Garric ওরফে ফ্ল্যাশের নিজের সাধারণ গতির থেকেও উর্ধ্বে যেতে হয় এডামের গতির সাথে তাল মেলাতে।
  • একজন সুইসাইড বম্বার তার শরীরে বাধা বোমের ট্রিগার চেপে দেয়ার পরেও বিস্ফোরিত হওয়ার আগেই তাকে তুলে নিয়ে একই সাথে তার হাত ছিড়ে ফেলে এবং বোমটা খুলে দুরে ছুড়ে মারে বিস্ফোরিত হতে (কোন হাত খুলছিলো? ডান হাত খুললে বাম হাতে খাওয়া লাগবে আর বাম হাত খুললে ডান হাতে বাজানো লাগবে যেইটাই খুলুক মারাত্মক ঝামেলার)।
  • মাত্র দুতিন সেকেন্ডের মত সময়েই কয়েকশো মাইল পাড়ি দিয়ে ফেলে (ফুডপান্ডার ডেলিভারি বয়ের কাজ নিলে ফুডপান্ডা দুই দিনে মালামাল হইয়া যাইতো)।

Durability of Black Adam:

Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction

  • মার্ভেল বা শাজাম ফ্যামিলির সদস্য মেরি মার্ভেলের দেয়া আঘাতকে একবার তুচ্ছ করে কথা বলে লড়াইয়ের মাঝে।
  • ডক্টর ফেইটের দেয়া বজ্রাঘাতে সে হাসতে থাকে একবার (Adam be like: আমার ফোনই তোর ঠাডার থিকা বেশি ভোল্টেজ লাগে চার্জ করতে)।
  • রাগান্বিত সুপারম্যানের ঘুষি খেয়েও এমন ভাবে উঠে দাড়ায় যেন তেমন কিছুই হয় নি।
  • পাওয়ার গার্লের হিট ভিশনেও তেমন লক্ষ্যণীয় কোন প্রভাব ফেলতে পারে না তার ওপর একবার (আগের থাপ্পড়ে পেট ভরে নাই আরেক ডোজ নিতে আইছিলো)।

Mental Resistance of Black Adam:

  • মার্শিয়ান ম্যানহান্টারের টেলিপ্যাথিক হিপনোটিজম থেকেও একবার নিজেকে মুক্ত করে।
  • একবার মার্শিয়ান ম্যানহান্টারকে এডাম যতজন লোককে হত্যা করেছে তাদের সবার চিত্র টেলিপ্যাথির মাধ্যমে জোর করে দেখিয়ে দেয় যার দরুন মার্শিয়ান ম্যানহান্টার চিৎকার করতে করতে সেখান থেকে উড়ে যায় (Too dark for little minds to handle)।

Black Adam defeating others:

Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction

  • মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই কয়েক লাখ লোক হত্যার রেকর্ড আছে তার।
  • Psycho Pirate নামক এক স্ট্রং টেলিপ্যাথ ভিলেনকে দুই আঙুলেই মেরে ফেলে।
  • ওর শাজাম লাইটনিং তথা ওর শাজাম বলার মাধ্যমে যেই বজ্রকে ডেকে ব্ল্যাক এডামে রুপান্তরিত হয় সেই বজ্রের এক আঘাতেই একবার মার্শিয়ান ম্যানহান্টার কপোকাত হয়ে পড়ে।
  • পুরো Justice Society Of America টিমকে একবার একাই তুলোধুনো করে ছেড়ে দেয়।
  • ডুম পেট্রোলকেও একবার এক হাত দেখে নিয়েছেলো।
  • একবার টিন টাইটানস দলটাকে এমন হাল করে একাই যেটাকে একরকম অপমানই বলা চলে।
  • স্বাভাবিকভাবেই একাধিকবার মার্ভেল ফ্যামিলির ব্যান্ড বাজিয়েছে।

Legion Of Heroes এর সাথে একবার তুমুল যুদ্ধ হয়েছিলো এডামের যদিও লড়াইটা হেরে যায় কিন্তু এর জন্য এলান স্কটসহ অন্য কয়েক হিরোর ওকে ধরে রেখে একদিক থেকে মার্শিয়ান ম্যানহান্টারের সাইকিক এটাক এবং শাজাম জাটানর মত কিছু সর্সারারের সাহায্যে এমন এক বজ্র এডামের ওপর ডেকে আনে যা ওকে সাধারণ মানুষে পরিণত করে। এরপর বিলি ব্যাটসন ওদের রুপান্তর হওয়ার জন্য উচ্চারণ করা মন্ত্র SHAZAM থেকে বদলে "Chocolate Egg Cream" রাখে (সিরিয়াসলি? পিচ্চি বইলা এমন পিচ্চি যে এই নাম? উইজডম অব সলোমন নামক ক্ষমতা কি ক্লাস টেস্টেই খরচ হইয়া যায় সব?)

Interesting facts of Black Adam:

Feats, Ability and Power of Black Adam in DC Comics - Peak Fiction

  • ব্লাক অ্যাডাম তার ক্ষমতা পায় রক অব ইটারনিটি থেকে। রক অব ইটারনিটির মাধ্যমে সে দেবতাদের ক্ষমতা ধার নয় বরং কপি করে। ক্ষমতার দিক দিয়ে Shazam এবং Black Adam কখনো কখনো ওসব দেবতাদেরও ছাড়িয়ে যায়।
  • কিছু স্টোরিলাইনে দেখা যায় ব্লাক এডাম কখনোই তার মানুষ রুপে ফিরে যায়না।কারণ যদি সে এমনটা করে তাহলে তার বয়স সাথে সাথে তাকে ধরে ফেলবে এবং বয়সের জন্য সে তখনই মারা যাবে।
  • Superman/Shazam: Return of Black Adam মুভিতে তাকে থামাতে সুপারম্যান আর Shazam দুজনকে মিলেও বেগ পেতে হয়েছে। কমিক্সে সে মারশিয়ান ম্যানহান্টারকে ফিজিকালি ও মেন্টালি ধংস করে।
  • ব্লাক এডাম প্রমাণ করেছে তার জাদুকরী ক্ষমতা ছাড়াও সে বিশাল বড় হুমকি হতে পারে।বেশ কয়েকবার কমিক্সে সে তার শক্তি হারিয়েছে।এর মাঝে একটা ঘটনা উল্লেখ করাই যায় উদাহরণ হিসেবে। World War 3 এ যখন শ্যাজাম তার শক্তির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তখন সে সারা পৃথিবী প্রদক্ষিনের জন্য যায় তার মৃত স্ত্রী Isis কে পুনরায় জীবিত করতে।সে সংগ্রহ করে এক বিশাল বাহিনী, দানব এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয় একজন সাধারণ মানুষ হিসেবে। 
  • "Forever Evil" স্টোরিলাইনে সে সিনেস্ট্রোর সেরা বন্ধু হয়।সে সময় সিনেস্ট্রোকে সাহায্য করার ফলে সিনেস্ট্রো তাকে হলুদ ল্যান্টার্ণ রিং উপহার দেয় সিনেস্ট্রো কর্পসের একজন বন্ধু হিসেবে।
  • তার জন্যই আল্ট্রাম্যান যে কিনা সুপারম্যান এর ইভিল ভারসন একবার পর্যদুস্ত হয়।এর ফলে হিরোরা খুশি হয়ে সেসময়ে ব্লাক এডামের ক্রিমিনাল রেকর্ড মুছে দেয়।
  • সে সুইসাইড স্কোয়াডের হয়েও কাজ করেছে। জাস্টিস সোসাইটি অব আমেরিকাও তার কাছ থেকে সাহায্য পেয়েছে। জাস্টিস সোসাইটি অব আমেরিকার গুরুত্বপূর্ণ এক সদস্য এটম স্ম্যাশারের সাথে তার ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
লিখেছেন - শাহরিয়ার ইমতিয়াজ অভি