সেরা ৫টি ইসেকাই এনিমে সিরিজ | Top 5 Isekai anime series | Peak Fiction, Overlord, Cautious Hero, Overlord, The devil is a part timer, Jobless anime
Top 5 Isekai Anime Series:
- That Time I Got Reincarnated as a Slime
৩৭ বছরের Satoru Mikami নিজের কলিগকে বাঁচাতে গিয়ে নিজে ছুরিকাহত হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে সে তার মাথার ভেতর কারো কথা বলার আওয়াজ পায়। পরবর্তীতে সে বুঝতে পারে সে অন্য এক পৃথিবীতে পুনর্জন্ম পেয়েছে। তবে মানুষ হিসেবে নয়, স্লাইম হিসেবে। তারপর সে একে একে অনেক ধরণের ঘটনার সম্মুখীন হয়, অনেক নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হয়। এভাবেই এগোতে থাকে গল্প। যখন প্রথম প্রথম এনিমে দেখা শুরু করি তখনকার সময়ে দেখা এই এনিমে আমার মনের একটা অংশে সবসময় স্থান দখল করে রাখবে। আমার দেখা সকল এনিমের মধ্যে ওয়ান অব দ্য বেস্ট এনিমে এটা।
Total Season and Episode: 2 season and 48 episode
- Mushoku Tensei Jobless Reincarnation
স্কুলে বুলিংয়ের শিকার হওয়ার পর থেকে নিজেকে ঘরে আবদ্ধ করে রাখা ৩৪ বছরের এক লোক একদিন সন্ধ্যায় রাস্তায় বেরিয়ে দুই কিশোর কিশোরীকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই সেই দুর্ঘটনার স্বীকার হয়ে মারা যায়। কিন্তু চোখ খুলে সে দেখতে পায় সে নবজাতক শিশু হিসেবে জন্ম হয়েছে অন্য কোনো এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে । তবে আগের জীবনের স্মৃতি তার মধ্যে রয়ে গেছে। নবজাতক হলেও সে সবকিছু বুঝতে পারছে। ২০২১ এ রিলিজ হওয়া ওয়ান অব দ্য বেস্ট এনিমে। এবং ইসেকায় জনরার মধ্যে একদম ইউনিক স্টোরির একটা এনিমে। দেখে হতাস হবেননা।
Total Season and Episode: 1 season and 23 episode
- The devil is a part timer
Demon Lord Satan তার ডেমন আর্মিদের নিয়ে Ente Isla তে নিজের রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু তার এই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় Hero Emilia। একদিন Emilia এর কঠিন আক্রমণের মুখে পড়ে Satan বাধ্য হয়ে ডাইমেনশনাল পোর্টাল খুলে পালাতে বাধ্য হয়। পালানোর সময় সে তার বিশ্বস্ত সহযোগী Alseil কে সাথে নিয়ে নেয়। তারা পোর্টালের মাধ্যমে এসে পড়ে আধুনিক যুগের টোকিওতে। যেখানে ম্যাজিকের কোনে অস্তিত্ব নেই। আর ম্যাজিক ছাড়া Satan ফিরতে পারবে না Ente Isla তে। টোকিওতে জীবন ধারণের জন্য সে পার্টটাইম জব নেয় একটা ফাস্টফুড কোম্পানিতে। প্রচুর কমেডি সিনে ভরপুর এই এনিমেতে রয়েছে বেশ কিছু একশন সিনও। উপভোগ করার মতই একটা সিরিজ।
Total Season and Episode: 1 season and 12 episode
- Cautious Hero: The Hero is Overpowered but Overly Cautious
Realm Of Gods এর সাধারণ এক গডেস Ristarte । হঠাৎ তার উপর দায়িত্ব পড়ে একটা পৃথিবীকে বাঁচানোর। তখন Ristarte অন্য এক পৃথিবী থেকে Seiya নামের এক হিরো কে নিয়ে আসে তার কাছে। এই হিরো Seiya সবকিছুতেই সন্দেহপ্রবন এবং অতিমাত্রায় সতর্ক। সামান্য একটা লড়াইয়ের আগেও সে কঠিন মাত্রায় প্রস্তুতি নিয়ে থাকে। সামনে যাকে পায় তাকেই সন্দেহের চোখে দেখে। কি কারণে এই হিরো এতটা সন্দেহপ্রবন এবং এত অতিরিক্ত মাত্রায় সতর্ক থাকে?
আমার শুরুর দিকে দেখা এনিমেগুলোর মধ্যে এটিও অন্যতম প্রিয় একটি এনিমে। এটা আমি বেশ কয়েকবার রিওয়াচও দিয়েছি। একশন সিনের পাশাপাশি রয়েছে বেশ মজাদার সব কমেডি সিন।
Total Season and Episode: 1 season and 12 episodes
- Overlord
ভার্চুয়াল রিয়েলিটি গেম Yggdrasil এর সার্ভার আর কিছুক্ষণের মধ্যেই চিরদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। Dark Guild এর গিল্ডমাস্টার Ainz Ooal Gown সার্ভার বন্ধ হওয়ার শেষ মুহুর্তে গেমেই লগইন করে থেকে যায়। কিন্তু সার্ভার শাটডাউনের সময় পার হওয়ার পরেও সে দেখতে পায় যে সে গেমের ভেতরেই রয়েছে। অর্থাৎ সে গেমের ভেতর আটকে গেছে। তারচেয়ে বড় ব্যাপার হচ্ছে NPC বা Non-Player Character রা নিজেদের মত করে কাজ করতে শুরু করেছে, তারা আলাদা আলাদা পার্সোনালিটি ডেভলপ করেছে। কেন এসব হচ্ছে তা খুঁজে বের করার জন্য ইনভেস্টিগেসন শুরু করে Ainz Ooal Gown। এভাবেই শুরু হয় গল্প এবং তা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে।
ডার্ক ফ্যান্টাসি জনরার এই এনিমে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকার সব একশনের পাশাপাশি রয়েছে চমৎকার সব ইউনিক ক্যারেক্টারের ছড়াছড়ি। অবসর সময় পার করার জন্য চমৎকার একটা সিরিজ হতে পারে এটা।
Total Season and Episode: 3 season and 39 episode
সেরা ৫টি স্লাইস অফ লাইফ এনিমে পড়ুন
সম্পূর্ণ রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ। রিভিউ লেখায় আমি খুবই কাঁচা। ভুলত্রুটি হলে ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো, পরবর্তীতে শুধরে নেয়ার চেষ্টা করবো। রিভিউ কেমন লাগলো জানালে ভবিষ্যতে আরো রিভিউ লেখার উৎসাহ পাবো।
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐖𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠
Stay with Peak Fiction for more...
লিখেছেন - আবির মাহমুদ অভ্র