Guide on Completing Nagad KYC Submission Process for Account Verification.
আপনার নগদ একাউন্ট আছে এবং সেখানে আপনার কাছে নগদ এর পক্ষ থেকে KYC resubmission এর একটি মেসেজ আসল কিন্তু এখন আপনি কি করবেন বুজতে পারছেন না, তাহলে এই আর্টিকেল টি পড়ে দেখুন। কিছুদিন আগে আমার কাছেও এরকম একটি মেসেজ আসে যে KYC পুনরায় জমা দিতে হবে। মেসেজটি ছিল -
"Dear Customer, your Nagad wallet has been restricted. Please re-submit KYC with your OWN NID to use all Nagad services. For more information, please call 16167."
এবং এটা না করা পর্যন্ত আমি আমার নগদ একাউন্ট চালাতে পারব না। তো এটা আমি সফল ভাবেই আমার নগদ একাউন্ট এর kyc পুনরায় জমা দিতে পেরেছিলাম। আজকে আপনারা কিভাবে করবেন তা দেখাব। প্রথমে কিছু তথ্য জেনে নিই -
KYC বলতে কি বোঝায়?
KYC অর্থ Know Your Customer. শব্দটি মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি। এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে হিসাব খোলার সময় এবং গ্রাহকের গতি প্রকৃতির উপর লক্ষ্য রাখুন যেন গ্রাহক অবৈধ উপায়ে অর্থ জমা বা ব্যাংকে লেনদেন করতে না পারে। এ লক্ষ্যে ব্যাংকার কর্তৃক গ্রাহকের যাবতীয় তথ্য সংগ্রহ করা উচিত। সংগৃহীত তথ্যের ভিত্তিতে গ্রাহকের লেনদেনের উপর লক্ষ্য রেখে গ্রাহকের অর্থের উৎস জানার জন্যই KYC এর উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। কারণ যাবতীয় অবৈধ কার্যকলাপ, অস্ত্র কেনা, ঘুষ, সন্ত্রাসী কার্যকলাপ, চোরাচালানী, রাজনৈতিক দুর্নীতি, মাদক ব্যবসা, হুন্ডি ইত্যাদি ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এ জন্য ব্যাংকের গ্রাহকদের লেনদেনের প্রবাহ বিশ্লেষণের জন্য অতিরিক্ত অর্থ লেনদেন সংগঠিত হওয়ার ক্ষেত্রে নজর দেয়া বা প্রতিরোধের জন্য ব্যাংকার গ্রাহকদের চেনার উপর অধিক জোর দেয়াই KYC এর লক্ষ্য।
KYC কত প্রকার?
কেওয়াইসি পদ্ধতির সবচেয়ে সাধারণ প্রকারগুলি হল :
- অফলাইন কেওয়াইসি বা ইন-পার্সন-ভেরিফিকেশন (আইপিভি) কেওয়াইসি
- আধার ভিত্তিক কেওয়াইসি (ইকেওয়াইসি)।
নগদে KYC পুনরায় জমা দিব কিভাবে? nagad kyc problem
তো চলুন এবার দেখে নেই নগদে কিভাবে kyc আপডেট বা রী সাবমিট করবেন?
নিচের স্টেপ গুলো ভালো করে ফলো করুন তাহলেই কোনো সমস্যা ছাড়াই নগদ একাউন্ট এর তথ্য হালনাগাদ করতে পারবেন। প্রয়োজনে শেষে দেওয়া ছবি গুলো দেখে নিতে পারেন।
- আপনার নগদ অ্যাপটি খুলুন।
- "আমার নগদ" ট্যাবটিতে ক্লিক করুন।
- "KYC পুনরায় জমা দিন" বোতামে ক্লিক করুন।
- এখন আপনার কাছে আপনার জাতীয় পরিচয়পত্রের বা NID কার্ড এর ছবি চাইবে। সেখান থেকে আপনি আপনার মোবাইলের কেমেরা এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে ফেলুন। ছবি গুলো যেন স্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর পরবর্তী ধাপে ক্লিক করুন।
- পরবর্তী ধাপ এর অংশ গুলো অটোমেটিকই হয়ে যায়। তারপরেও কোন ভুল থাকলে সেগুলো সংশোধন করে ফেলুন।
- এরপরের স্টেপ এর মধ্যে আপনার কিছু পার্সোনাল তথ্য যেমন - আপনার লিঙ্গ, পেশা ইত্যাদি চাইবে সেগুলো দিয়ে দিন।
- এরপর আপনার ছবি চাইবে। যার NID কার্ড দিয়ে আপডেট করছেন তার ছবি ক্যামেরা এর সামনে এনে তুলুন।
Nagad account restricted : যদি আসে তাহলে উপরের এই কাজ গুলো করে ফেলুন।
Nagad KYC verification time: এর কোনো নির্দিষ্ট টাইম নেই। তবে যতদিন ভেরিফিকেশন না করবেন ততদিন নগদ ব্যাবহার করতে পারবেন না।
Nagad code: প্রয়োজন এ নগদ এর কোনো এজেন্ট এর সাথে লাইভ চ্যাট বা কল করে কথা বলে নিতে পারেন।
ব্যাস আপনার কাজ শেষ। এর পর নগদ এই তথ্য গুলো আপডেট করার মাধ্যমে আপনার নতুন KYC সাবমিশন হয়ে যাবে। এইভাবে আপনি নগদের মধ্যে kyc পুনরায় জমা দিতে পারবেন। এবং nagad kyc problem এর মোকাবিলা করতে পারবেন।