২০২৪ সালে সকল অস্কার বিজয়ীদের তালিকা। Oscar Academy Winners in 2024. অপেনহেইমার, ক্রিস্টোফার নোলান, রবার্ট ডাউনি জুনিয়র. Peak Fiction
২০২৪ সালের অস্কার: 'ওপেনহাইমার'-এর ঝড়ো হাওয়া, নোলানের জয়জয়কার
অস্কার বিজয়ী |
বিজয়ীদের তালিকা:
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার
- সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
- সেরা অভিনেতা: সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
- সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
- সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
- সেরা সহ-অভিনেত্রী: দা'ভাইন জয় র্যান্ডল্ফ (দ্য হোল্ডওভারস)
- সেরা মৌলিক চিত্রনাট্য: জাস্টিন ট্রিয়েট (অ্যানাটমি অব এ ফল)
- সেরা অভিযোজিত চিত্রনাট্য: লরেন রাইট (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন)
- সেরা অভিযোজিত চিত্রনাট্য: লরেন রাইট (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন)
- সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি)
- সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
ওপেনহাইমার'-এর জয়যাত্রা:
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়:
- ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র 'টু কিল এ টাইগার' ডকুমেন্টরি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হলেও পুরস্কার জিততে পারেনি।
- বাংলাদেশের কোন চলচ্চিত্র বা ব্যক্তি এবার অস্কারের জন্য মনোনয়ন পাননি।