Trabedit অ্যাপ দিয়ে আপনারা যেকোনো কোডিং এর কাজ করতে পারবেন। মোবাইলে ব্লগারের থিম বা কোড এডিট করবেন কিভাবে? Edit codes with mobile - Peak Fiction

বাংলাদেশ থেকে যারা ব্লগার ওয়েবসাইট ব্যাবহার করে তাদের জন্য ব্লগার ওয়েবসাইট কাষ্টমাইজ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় একটি পিসি বা ল্যাপটপ না থাকার কারণে। বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে ব্লগিং করার কারণে অনেক সময় ভালমত xml ফাইল এডিট বা কাষ্টমাইজ করতে পারে না। এর জন্য অনেক ভোগান্তিতে পোহাতে হয়। আমি নিজেও একজন মোবাইল ইউজার। এর জন্য আমার মত যারা মোবাইলে ব্লগার ওয়েবসাইট এ কাজ করে কিন্তু থিম এডিট বা xml ফাইল এডিট করতে গিয়ে অনেক সমস্যা পোহাতে হয় তাদের জন্য একটি অসাধারণ ফ্রী অ্যাপ নিয়ে কথা বলব যেটার মধ্যে আপনি ইজিলি খুব সহজে আপনার ব্লগার ওয়েবসাইট এর xml বা থিম ফাইল এডিট করতে পারবেন এবং সেটিকে এডিট এর পর আবার ব্লগার ওয়েবসাইট এর জন্য ব্যাবহার করতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনারা ব্লগার বাদেও যেকোনো কোডিং এর কাজ করতে পারবেন।
মোবাইলে ব্লগারের থিম বা কোড এডিট করবেন কিভাবে? - Peak Fiction

অ্যাপ ডাওনলোড:

আমি যেই অ্যাপ এর সম্পর্ক নিয়ে কথা বলছি তা হলো Trebedit. প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাওনলোড করে নিতে হবে। ডাওনলোড ও ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।

অ্যাপ এর সুবিধা:

  1. অ্যাপ এর মধ্যে ফ্রীতে কোডিং শিখতে পারবেন।
  2. কোনো ওয়েবসাইট এর সোর্স কোড দেখতে পারবেন।
  3. JSON এবং XML সমর্থন: JSON এবং XML ফাইলগুলি দেখা, সম্পাদনা এবং ফর্ম্যাটিং সক্ষম৷
  4. সিনট্যাক্স হাইলাইটিং: পঠনযোগ্যতা উন্নত করতে রঙ-কোডেড সিনট্যাক্স প্রদান করে। যার কারণে ব্লগারের মতই লাগবে আপনার কাছে।
  5. কোড ফোল্ডিং: আরও ভাল সংগঠনের জন্য কোডের বিভাগগুলিকে ভেঙে ফেলা এবং প্রসারিত করার অনুমতি দেয়৷
  6. ত্রুটির বিজ্ঞপ্তি: ব্যবহারকারীদের তাদের JSON বা XML ফাইলে সিনট্যাক্স ত্রুটি সম্পর্কে সতর্ক করে।
  7. অনুসন্ধান এবং প্রতিস্থাপন: নির্দিষ্ট উপাদানগুলি খুঁজে পেতে এবং কোডের মধ্যে তাদের প্রতিস্থাপনের সুবিধা দেয়৷
  8. মাল্টি-ট্যাব ইন্টারফেস: ট্যাবড ব্রাউজিং সহ একাধিক ফাইলে একসাথে কাজ করার অনুমতি দেয়।
  9. ফাইল ম্যানেজমেন্ট: সহজেই ফাইল খোলা, সংরক্ষণ এবং শেয়ার করা সমর্থন করে।
  10. কাস্টমাইজেবল ইন্টারফেস: একটি ব্যক্তিগতকৃত অভিজ্ঞতার জন্য বিভিন্ন থিম এবং ফন্টের আকার অফার করে।

ইউজার গাইড:

প্রথমেই আপনি যেই ব্লগার থিমটি কাষ্টমাইজ করতে চান সেটির ব্যাকআপ ডাওনলোড করে নিবেন। এরপর, অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনার কাছে বিভিন্ন পারমিসন চাইবে। সেই পারমিসন গুলো দিবেন।
  • দেওয়ার পর "Menu" বাটনে ক্লিক করে "Text Editor" অপশনে চলে যাবেন।
  • এরপর ডানে "•••" 3 ডটে ক্লিক করলে আপনার কাছে বিভিন্ন অপশন আসবে সেখান থেকে আপনি "Open File" এ ক্লিক করবেন।
  • এরপর নিচে আপনার কাছে "Device File Picker" নামে একটি অপশন আসবে।
  • সেটিতে ক্লিক করে আপনার ব্লগার এর যেই xml ফাইল আছে সেটি চুজ করবেন।
  • এরপর আপনারা এটিতে কম্পিউটারের মত যে ফাংশন গুলো আছে সব ব্যাবহার করতে পারবেন। একটু ব্যাবহার করলেই এর সম্পর্কে আয়ত্ত চলে আসবে।

ফাইল সেভ:

এইখানে আপনাদের এডিট শেষ হয়ে গেলে আবারও 3 ডট এ গিয়ে Save as বাটনে ক্লিক করবেন। এরপর আবারও "Device File Picker" এ গিয়ে আপনার পছন্দমত যেকোনো একটি ফোল্ডার চুজ করবেন এবং যেইনামে সেভ করতে চান সেটি দিয়ে তার পরে .xml এড করে দিবেন। 
এখন আপনি এই ফাইলটি আবার ব্লগারে গিয়ে থিম রিস্টোর অপশনে গিয়ে রিস্টোর করে দেখবেন যে আপনার সকল html, css বা JavaScript এর এডিট এড হয়ে গেছে যেগুলো মোবাইল দিয়ে করা সম্ভব ছিল না।
কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউবে ভিডিও দেখে আরো আইডিয়া নিতে পারেন। যেমন:
©️ PEAK FICTION