হকম্যান হচ্ছে একজন "থ্যানাগার" রাজ্যের মিশরীয় প্রিন্স। হকম্যানকে সমগ্র ডিসি মহাবিশ্বের মধ্যে একজন অন্যতম ডেডলীয়েস্ট মানব হিসেবে ধরা হয়।Hawkman facts

Some Amazing Facts About Hawkman:-

লিখেছেন - রাফিউল বারি

হকম্যান কে সমগ্র ডিসি মহাবিশ্বের মধ্যে একজন অন্যতম ডেডলীয়েস্ট মানব হিসেবে ধরা হয়। যদিও সে এভেটার অফ হক গডস। হকম্যান হচ্ছে একজন "থ্যানাগার" রাজ্যের মিশরীয় প্রিন্স। থ্যানাগার এমন একটি রিয়েল্ম, যেখানে সব বাজপাখি বিশিষ্ট জনমানবরা বসবাস করে। বলতে গেলে থ্যানাগার একটি হক-ওয়ার্ল্ড। যেখানে প্রাচীন হকগড দের অস্তিত্ব ছিলো।

Hawkman fun facts in Bangla | DC Comics | Peak Fiction

  • ফ্যাক্ট ১:

হকম্যান প্রায় সবধরণের পাখিজাতিদের সাথে কথাবার্তা বলতে পারে। এমনকি সেসব পাখি গুলোকে কথা বলতে শিখিয়েছিল হকম্যান।

  • ফ্যাক্ট ২:

'আকুয়াম্যান' কমিক্সে আসার পূর্বেই 'হকম্যান' সর্বপ্রথম সমুদ্রের গভীরে আটলান্টিয়ান গড 'পসীডন' এর কাছে থেকে পানির নিচে শ্বাস-প্রশ্বাস নেওয়ার সক্ষমতা অর্জন করেছিলো। এছাড়া মহাকাশে বাইরের স্পেসেও হকম্যান শ্বাস নিতে পারবে যদি তার কাছে ক্লো অফ হরাস থাকে।

  • ফ্যাক্ট ৩:

হকম্যান এক ধরণের শক্তিশালী নাইন্থ মেটাল মেইস এর অধিকার অর্জন করে, যেটার নাম "ক্লো অফ হরাস"। এই ক্লো অফ হরাস অস্ত্রটি প্রাচীন ইজিপ্টিয়ান নাইন্থ মেটাল দ্বারা তৈরী, যেটা পৃথিবীতে গ্র্যাভিটির চৌম্বকীয় শক্তির মাধ্যমে কার্যকর হয়। হকম্যান অবিশ্বাস্যভাবে এই ক্লো অফ হরাসের সাহায্যে পৃথিবী দিয়েই শত্রুপক্ষকে ঘুষি মারতে পারে।

  • ফ্যাক্ট ৪:

এই নাইন্থ মেটাল উইপন টি একমাত্র থ্যানাগারিয়ান হক-ওয়ার্ল্ডের জাতিরা ব্যবহার করতে পারবে, কারণ এর বাইরের অন্য কেউ এই উইপন পুরোপুরি ব্যবহার করার জন্য সাপোর্ট পাবে না।

  • ফ্যাক্ট ৫:
Hawkman fun facts in Bangla | DC Comics | Peak Fiction

হকম্যান এই নাইন্থ মেটাল মেইসের হিট দিয়েই 'সুপারম্যান' কে নকআউট করেছিলো। এমনকি হকম্যান তার নাইন্থ মেটালের ব্লাস্টার শট দিয়ে 'সুপারগার্ল', 'মোন-এল' আর 'মার্শিয়ান ম্যানহান্টার' কে একেবারে অক্ষম করে দিয়েছিলো।

  • ফ্যাক্ট ৬:

হকম্যান এর পিঠের দুই ডানা কেউ পুড়িয়ে বা নষ্ট করে ফেললেও তার নাইন্থ মেইস দিয়ে পুনরায় ডানাগুলো রিজেনারেট করতে পারে। হকম্যান আকাশে প্রতি ঘন্টায় ২২৫ মাইলের বেশী বাতাসের গতিবেগে ফ্লাইট করতে পারে।

  • ফ্যাক্ট ৭:

হকম্যান এর হাতে নাইন্থ মেটাল বুটস থাকে, যেটা দিয়ে এনার্জি ব্লাস্ট ছড়াতে সক্ষম। আবার নাইন্থ মেটাল দ্বারা নির্মিত শীল্ড, সোর্ড আর বেশকিছু ম্যাজিকাল উইপন হকম্যান ইউস করে।

  • ফ্যাক্ট ৮:

হকম্যান মূলত তার দুই ডানা গুলো কে নিজের মন দিয়ে কন্ট্রোল করে। মাঝেমাঝে হকম্যান তার দুই ডানার ঝাপটা মেরে একধরণের বাতাসের হিট দিতে পারে। অন্যদিকে নাইন্থ মেটাল উইপন গুলোকেও হকম্যান তার মাইন্ড দিয়ে যেকোনো ধরণের অস্ত্রসামগ্রীতে রুপান্তর করতে পারে। এছাড়া এই উইপনটি হকম্যান কে যথেষ্ট হিলিং ফ্যাক্টর ও ডুরাব্যালিটি প্রদান করে থাকে।

  • ফ্যাক্ট ৯:

হকম্যান এই মেইস দিয়ে যেকোনো ম্যাজিকাল অ্যাটাক কে ধ্বংস করতে পারে, ভ্রমণের জন্য পোর্টাল ক্রিয়েট করতে পারে, অন্যের বিভিন্ন এনার্জি এই মেইস দিয়ে এবজর্ব করে সেই এনার্জি ট্রান্সফার করে ঠেকাতে পারে।